প্রদান দাতা

দাতা সদস্য ও সাংসদের বাণী

শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়নের চাবিকাঠি। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশি­ক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই শিক্ষা ক্ষেত্রে শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে সুশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য “শিক্ষাকে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার” হিসেবে বিবেচনায় নিয়ে একটি জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। বর্তমান সরকার পর্যায়ক্রমে এই সকল লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে বর্তমান সরকার শিক্ষার জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করে দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে _

  • জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন + বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ
  • আধুনিক ও যুগোপযোগী শিক্ষাক্রম প্রণয়ন
  • ছাত্র/ছাত্রী উপবৃত্তি : শিক্ষা সহায়ক ফান্ড গঠন
  • শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার
  • মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন
  • শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন
  • সকল শিক্ষা প্রতিষ্ঠানকে ডাইনামিক ওয়েবসাইট তৈরির মাধ্যমে ডিজিটাল করন
  • এমপিওভুক্তকরণ এবং এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীর সুযোগ সুবিধা বৃদ্ধি
  • আধুনিক শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা
  • কারিগরি শিক্ষার প্রসার
  • কোচিং বাণিজ্য বন্ধের নীতিমালা প্রণয়ন
  • ইভটিজিং প্রতিরোধ
  • মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন সহ শিক্ষা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জন করেছেন।

মোহাম্মদ আলী কলেজও শিক্ষার মান উন্নয়নে সুদক্ষ, মেধাবী ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ, নিজস্ব ওয়েভ সাইট তৈরি, সবুজ ও মনোরম পরিবেশ সৃষ্টি, আধুনিক বিজ্ঞানাগার স্থাপন, লাইব্রেরী, মাল্টিমিডিয়া ক্লাসরুম নিশ্চিত করে ২০২১ সাল হতে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন, সোলার প্যানেল স্থাপন, মাঠ ভরাট, বাউন্ডারি ওয়াল নির্মাণ, ছাত্রাবাস নির্মাণসহ যাবতীয় কাজ হাতে নিয়েছে। আশা করছি অতি শীঘ্রই কলেজের বাকি চাহিদাও পূরণ হবে।

আমি জনাব আয়েশা ফেরদাউস, সংসদ সদস্য-২৭৩, নোয়াখালী- ৬ (হাতিয়া), মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠালগ্নে প্রতিষ্ঠানটির জন্য পুরো ভূমি দান করে দাতা সদস্য হিসেবে কলেজের নির্বাহী কমিটির সদস্য হতে পেরে সম্মানিত ও গর্বিত বোধ করছি। আমি কথা দিচ্ছি কলেজের সকল প্রয়োজনে আমি এবং আমার সরকার সবসময় পাশে থাকবে।

কলেজটির সর্বোচ্চ সফলতার জন্য আমার নির্বাচিত এলাকার সকল জনসাধারণের, সংশ্লিষ্ট সকল অভিভাবকবৃন্দের সহযোগিতা আন্তরিকতার সাথে কামনা করছি। কলেজের নির্বাহী কমিটি ও সকল শিক্ষক মণ্ডলীকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।

"জয় বাংলা, জয় বঙ্গবন্ধু"।