'জ্ঞানই আলো' মূলমন্ত্রে উজ্জীবিত মোহাম্মদ আলী কলেজটি নোয়াখালী জেলার অন্তর্গত প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ উপজেলা হাতিয়ার মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন বয়ারচরের আলী বাজার এলাকায় অবস্থিত। কলেজটি প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা গৃহিত হয় ২০২০ সালে। কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েক মাস কলেজের নির্মাণ কাজ বন্ধ থাকে।নোয়াখালী-৬, হাতিয়া আসনের প্রাক্তন এমপি, বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সমাজসেবক জননেতা জনাব আলহাজ্ব মোহাম্মদ আলী এবং দ্বীপমাতা আয়েশা ফেরদাউস এমপি ও এলাকাবাসীর সহযোগিতায় ২০২১ সালে বয়ারচর ও নলেরচরের জনগনের বহুল আকাঙ্ক্ষিত একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা লাভ করে। ২০২১ সালের ১৭ ই নভেম্বর কলেজটি স্থাপনের অনুমতি লাভ করে। ২০২২ সালের ৫ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় হতে অত্র কলেজটি পাঠদানের অনুমতি পাই। একই বছরের ৮ ও ১২ ই জানুয়ারি কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে যথাক্রমে পাঠদানের অনুমতি ও বেনবেইজ থেকে EIIN NUMBER প্রাপ্ত হয়।২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তির মধ্য দিয়ে এই কলেজটি তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।