সভাপতি

সভাপতি ও প্রতিষ্ঠাতা'র বাণী

শিক্ষা মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে সম্পদে পরিণত করে। একমাত্র শিক্ষাই মানুষকে আলোকিত মানুষে রূপান্তরিত করে। আলো ছাড়া জীবন অর্থহীন। তাই পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করতে এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় চাই জীবনমুখি যুগোপযোগী ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা। এ মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমি একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার স্বপ্ন বুণি।

নোয়াখালী জেলার একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরনী ইউনিয়ন ও ২নং চানন্দী ইউনিয়ন মূল ভূখণ্ড হতে বিচ্ছিন্ন একটি প্রত্যন্ত চরাঞ্চল। যেখানে মাধ্যমিক শিক্ষার আলো পৌঁছালেও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার আলো এখনো পৌঁছাতে পারে নি। যার ফলে মাধ্যমিকের পরে কিছু শিক্ষার্থী দূরে গিয়ে উচ্চ মাধ্যমিকের পাঠ শুরু করলেও বেশিরভাগ শিক্ষার্থীদের পড়াশুনা মাধ্যমিকের পরেই বন্ধ হয়ে য়ায়। বিশেষ করে মেয়েদের পড়াশুনা একেবারেই বন্ধ হয়ে পড়ে। এই দুই ইউনিয়নের পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে এবং দ্বীপের উচ্চ শিক্ষার মানকে আরো সমুন্নত করতে আমি ১নং হরণী ইউনিয়ন এর আলী বাজার সড়কের পশ্চিম পার্শ্বে ২০২১ সালে মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করি। একজন অভিজ্ঞ ও সুদক্ষ অধ্যক্ষের পরিচালনায় একঝাঁক তরুণ, মেধাবী, দক্ষ, পরিশ্রমি শিক্ষক মন্ডলী দ্বারা মোহাম্মদ আলী কলেজ পরিচালিত হচ্ছে। কলেজটিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা চালু আছে।

বর্তমান সময় তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের যুগ। তাই সময়ের সাথে তাল মিলিয়ে ব্যবহারিক ও গবেষণামূলক শিক্ষায় বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীদের জন্য চারটি বিষয়ের সব ধরনের উপকরণ সংবলিত একটি সুবিশাল ও সুসজ্জিত বিজ্ঞানাগার রয়েছে। শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, দূর্বল ছাত্র-ছাত্রীদের প্রতি বিশেষ নজরদারি রাখা, অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের বিশেষ কাউন্সিলিং এর মাধ্যমে কলেজে পুনরায় উপস্থিত করা, সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া এবং ভালো একাডেমিক রেজাল্ট, সর্বোপরি এ সকল সঠিক কার্যক্রমের জন্যই পুরো উপজেলা সহ সমগ্র জেলায় মোহাম্মদ আলী কলেজ এর সুনাম ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। আমার বিশ্বাস মোহাম্মদ আলী কলেজ তার নিজস্ব স্বকীয়তায় ও সফল কার্যক্রমের ভিত্তিতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় জেলার সর্বশ্রেষ্ঠ বিদ্যাপিঠের আসন গ্রহন করবে।