আমাদের বিজ্ঞানাগার

একবিংশ শতাব্দিতে বিজ্ঞানের প্রয়োজনীয়তা ও মোহাম্মদ আলী কলেজে বিজ্ঞানের সুযোগ সুবিধাসমূহঃ

"জ্ঞানই আলো" এই মূলমন্ত্রকে ধারণ করে নোয়াখালী জেলার একমাত্র দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরনী ইউনিয়নের আলী বাজার নামক এলাকায় ২০২১ সালে মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠিত হয়। ১নং হরনী ও ২নং চানন্দী ইউনিয়নের উচ্চ শিক্ষার আলো থেকে বঞ্চিত শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে মোহাম্মাদ আলী কলেজে আধুনিক ও যুগোপযোগী মানের শিক্ষাকার্যক্রম পরিচালিত হচ্ছে। একজন অভিজ্ঞ ও সুদক্ষ অধ্যক্ষের পরিচালনায় একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক মন্ডলী দ্বারা মোহাম্মদ আলী কলেজ পরিচালিত হচ্ছে। এখানে বিজ্ঞান শাখা, ব্যবসায় শিক্ষা শাখা ও মানবিক শাখার ছাত্র-ছাত্রীদের অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে পাঠদান করা হয়। অত্র কলেজের বিজ্ঞান শাখায় অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রত্যেকটি বিষয়ের জন্য একজন করে সুদক্ষ এবং অভিজ্ঞ প্রভাষক নিয়োজিত রয়েছেন। বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রীদেরকে যুগোপযোগী বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি বাস্তবমুখী শিক্ষার কথা বিবেচনা করে অত্র কলেজের প্রতিষ্ঠাতা মহোদয় আলহাজ্ব মোহাম্মদ আলী সাহেব কলেজে আধুনিক একটি বিজ্ঞানাগার স্থাপন করে দেন। যেখানে পদার্থবিজ্ঞান রসায়ন, জীববিজ্ঞান ও উচ্চতর গণিত এ চারটি বিষয়েরই বিজ্ঞান ভিত্তিক বাস্তব জ্ঞানার্জনের জন্য ব্যবহারিক পাঠদান হয়ে থাকে। মোহাম্মদ আলী কলেজের বিজ্ঞানাগারে যখন শিক্ষার্থীরা ব্যবহারিক পাঠ গ্রহণের জন্য প্রবেশ করে, বিজ্ঞান বিষয়ক ও গবেষণামূলক প্রয়োজনীয় ও সুসজ্জিত ব্যবহারিক উপকরণগুলো দেখতে পায তখনই প্রতিটি শিক্ষার্থীর মন আনন্দে ভরে উঠে। ব্যবহারিক পাঠদান চলাকালে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দচিত্তে পাঠে মনোযোগী হয়ে থাকে। কেননা সাধারণ পাঠ চলাকালে শিক্ষার্থীরা পাঠ্যপুস্তুকে অধ্যয়নরত থেকে যে জ্ঞান তারা অর্জন করেছিল তারই বাস্তব ও প্রয়োগিক রুপই হলো ব্যবহারিক পাঠদান। এতে করে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে বিজ্ঞান বিষযক সৃজনশীলতা বিকশিত হয়ে থাকে। আজকে আমরা পৃথিবীতে যত আবিষ্কার দেখতেছি তার সবগুলোর পিছনেই ছিল বিজ্ঞান গবেষণাগারে করা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র গবেষণার সম্মিলিত ফলাফল। আজকের বিজ্ঞান শাখার ক্ষুদ্র এই শিক্ষার্থীরাই হবে আগামী দিনের দেশ সেরা কোন বৈজ্ঞানিক, বা পৃথিবীর জন্য মঙ্গলকর হতে পারে এমন কোন কিছুর আবিষ্কারক।